Alexa রোহিঙ্গার শপিং ব্যাগে মিলল ৪৯ লাখ টাকার ইয়াবা

ঢাকা, শনিবার   ০৭ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

রোহিঙ্গার শপিং ব্যাগে মিলল ৪৯ লাখ টাকার ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:৫৬ ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ১০:০৩ ১৫ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে ৪৯ লাখ টাকা মূল্যের নয় হাজার ৮০০ ইয়াবাসহ মো. রফিক নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।   

বৃহস্পতিবার রাতে উপজেলার হ্নীলা ইউপি জাদিমুড়া ফোর স্টার ইটভাটার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রফিক হ্নীলা ইউপি মুছনি রোহিঙ্গা ক্যাম্পের ২৬ নম্বরের ব্লক-জি ২ এর বাসিন্দা গুরা মিয়ার ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ফোর স্টার ইটভাটার সামনের সড়কে মাদক কেনাবেচা করতে এক ব্যবসায়ী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা রফিককে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে নয় হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

তিনি আরো বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৯ লাখ টাকা। এ ঘটনায় মামলা করে ইয়াবাসহ রফিককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ