রোনালদোর বিকল্প হিসেবে এমবাপ্পেকে চায় রিয়াল সমর্থকরা
প্রকাশিত: ২১:১২ ১১ জুলাই ২০১৮

ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদ ছেড়ে এরই মধ্যে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআরসেভেনের বিকল্প হিসেবে নেইমার, হ্যাজার্ড, হ্যারি কেইনের নাম এলেও রিয়াল সমর্থকরা চান এমবাপ্পেকে।
রোনালদোর বিকল্প হিসেবে শেষ মৌসুম থেকেই শোনা যাচ্ছিল নেইমারের নাম। স্প্যানিশ সংবাদ মাধ্যমে খবর রটেছে ৩৭০ মিলিয়নে রিয়ালে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিল সেনসেশন। তবে বিশ্বকাপে দলকে এরই মধ্যে ফাইনালে তোলার কারণে রিয়াল সমর্থকরা নেইমার অপেক্ষা এমবাপ্পেতেই বেশি ভরসা করছেন।
স্প্যানিশ সংবাদ মাধ্যমের এক জরিপে দেখা যায়, ৫৪ শতাংশ রিয়াল সমর্থকই চান ক্রিস্টিয়ানো রোনালদোর স্থলাভিষিক্ত হোক এমবাপ্পে। অন্যদিকে ১৫ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বেলজিয়াম তারকা ইডেন হ্যাজার্ড। ১৪ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন নেইমার। ১০ শতাংশ ভোট নিয়ে হ্যারি কেইন রয়েছেন পচ্ছন্দের চতুর্থ তালিকায়।
এখন দেখার বিষয়, ফ্লোরেন্তিনো পেরেজের কাকে ঘিরে রিয়ালের আগামি মৌসুম সাজান।
ডেইলি বাংলাদেশ/এসআই