রোগ বালাই থেকে আশ্রয় প্রার্থনার আমল
প্রকাশিত: ১২:৫৭ ২ ফেব্রুয়ারি ২০২০ আপডেট: ১৯:০৯ ৮ মার্চ ২০২০

ফাইল ফটো
বর্তমানে চীন দেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে আত্নরক্ষা বা আশ্রয় প্রার্থনার জন্য বেশি বেশি দরুদ ও দোয়া পড়তে থাকুন।
প্রথমেই ‘সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার জন্য। দরুদ ও সালাম প্রিয় নবী রাসূলুল্লাহ সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যিনি রহমাতুল্লিল আলামিন, তাঁর পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম) এবং সালেহীন (রহ.)-দের প্রতি।
আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো (মাবুদ) ইলাহ নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর বান্দাহ ও রাসূল।
রোগ বালাই থেকে আশ্রয় প্রার্থনার জন্য নিম্নের দোয়াটি পড়তে থাকুন,
আরবি:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
উচ্চারণ:
আল্লা হুম্মা ইননি আউযুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনূনি, ওয়াল জুযামি, অমিন সায়্যি ইল আসক্ব-ম।
অর্থ:
‘হে আল্লাহ! আমি তোমার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সর্ব প্রকার কঠিন ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (সুনানে আবু দাউদ, হাদিস নম্বর: ১৫৫৪, তিরমিযী)।
ডেইলি বাংলাদেশ/আরএজে