Alexa রোহিঙ্গাদের দেখতে ঢাকায় এরদোয়ানপত্নী

ঢাকা, মঙ্গলবার   ১৬ জুলাই ২০১৯,   শ্রাবণ ১ ১৪২৬,   ১২ জ্বিলকদ ১৪৪০

রোহিঙ্গাদের দেখতে ঢাকায় এরদোয়ানপত্নী

 প্রকাশিত: ০৯:০০ ৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ১২:০৬ ৭ সেপ্টেম্বর ২০১৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের ফেসবুক পেজ থেকে নেয়া।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের ফেসবুক পেজ থেকে নেয়া।

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের দেখতে এবং তাদের সহায়তার জন্য বাংলাদেশ সফরে এসেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে একটি প্রাইভেট বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

সফরে তাঁর সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মেভলেত কাভাসুগলো ও তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিআইকা) প্রেসিডেন্ট সারদার ক্যাম।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) তাঁরা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং ত্রাণ বিতরণ করবেন। পরে কক্সবাজার থেকে ফিরে এসে ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন বলে জানা গেছে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ