Alexa রেটিং বাড়ল বাংলাদেশের, অস্ট্রেলিয়া পাঁচে

ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২০,   মাঘ ৪ ১৪২৬,   ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

রেটিং বাড়ল বাংলাদেশের, অস্ট্রেলিয়া পাঁচে

 প্রকাশিত: ২০:১৭ ৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ২১:০১ ৭ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ এ ড্র করেও অবনতি অস্ট্রেলিয়া। একধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে অজিরা। অন্যদিকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের নয় নম্বরেই রইল বাংলাদেশ। তবে মিরপুর টেস্টে জয় পাওয়ায় মূল্যবান ৫ রেটিং পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।

১০০ পয়েন্ট নিয়ে বাংলাদেশে আসে অস্ট্রেলিয়া। র‌্যাঙ্কিংয়ের নিচের দল বাংলাদেশের কাছে এক টেস্টে হেরে ৩ পয়েন্ট খুইয়েছে অজিরা। চার নম্বরে থাকা নিউজিল্যান্ডেরও সমান ৯৭ পয়েন্ট হওয়া সত্ত্বেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে রয়েছে কিউইরা।

র‌্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমেছে বাংলাদেশের। মুশফিকদের রেটিং পয়েন্ট ৭৪। এক পয়েন্ট বেশি নিয়ে বৃহস্পতিবার লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ।

সর্বোচ্চ ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১০। ১০৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড তিনে রয়েছে। পাকিস্তান ছয়ে এবং শ্রীলঙ্কার অবস্থান সাতে। দশ নম্বরে অবস্থান জিম্বাবুয়ের।


ডেইলি বাংলাদেশ/আরএ