Alexa রূপগঞ্জে লিফট ছিঁড়ে প্রাণ গেল গার্মেন্টস শ্রমিকের

ঢাকা, রোববার   ১৫ ডিসেম্বর ২০১৯,   পৌষ ১ ১৪২৬,   ১৮ রবিউস সানি ১৪৪১

রূপগঞ্জে লিফট ছিঁড়ে প্রাণ গেল গার্মেন্টস শ্রমিকের

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:৩৯ ১১ নভেম্বর ২০১৯   আপডেট: ২২:৪০ ১১ নভেম্বর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফকির ফ্যাশন নামের গার্মেন্টসে লিফট ছিঁড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। 

সোমবার সন্ধ্যায় উপজেলার ভুলতায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শহিদুল ইসলাম। তিনি সিলেটের গোলাপগঞ্জের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া। 

তিনি জানান, সন্ধ্যায় ৭ টায় গার্মেন্টস ভবনের উপর তলা থেকে লিফটের মাধ্যমে একসঙ্গে কয়েক শ্রমিক নিচে নামছিলেন। এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ লিফটটি ছিঁড়ে যায়। এতে ওই গার্মেন্টসের শ্রমিক শহিদুল ইসলামসহ তিন শ্রমিক আহত হয়। তাৎক্ষণিক গুরুতর আহত শহিদুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুই শ্রমিককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে ফকির ফ্যাশন গার্মেন্টসের ডিএমডি রিয়াদ জামানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে সংযোগ পাওয়া পায়নি।

ডেইলি বাংলাদেশ/এমকেএ