Alexa রূপগঞ্জের সংঘর্ষে ২ মামলা

ঢাকা, শুক্রবার   ১৯ জুলাই ২০১৯,   শ্রাবণ ৪ ১৪২৬,   ১৫ জ্বিলকদ ১৪৪০

রূপগঞ্জের সংঘর্ষে ২ মামলা

 প্রকাশিত: ১৯:৪২ ৯ ফেব্রুয়ারি ২০১৮  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার রাতে নিহত সুমনের পরিবারের পক্ষ থেকে একটি ও পরে পুলিশ বাদি হয়ে আরেকটি মামলা দায়ের করা হয়।

রূপগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সুমন মিয়ার শাশুড়ি কাজল রেখা বাদী হয়ে ১৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এতে কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে হুকুমের আসামি করা হয়েছে। অপরদিকে ৩৮ জনকে নামীয় ও অজ্ঞাত প্রায় ২ হাজার আসামি করে আরো একটি মামলা করা হয়। এ মামলায় ৩৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরআর