Alexa রুটি গোলাকার হয়নি তাই রেগে গিয়ে বোনকে গুলি করে হত্যা

ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৩ ১৪২৬,   ০২ রজব ১৪৪১

Akash

রুটি গোলাকার হয়নি তাই রেগে গিয়ে বোনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৫৩ ৪ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: সংগ্রহীত

ছবি: সংগ্রহীত

রুচি বা তৃপ্তির ক্ষেত্রে খাবার-দাবারে একেক মানুষের একেক ধরনের পছন্দ। অনেকেই আছেন যারা খাবারের মধ্যে একটু তারতম্য হলেই বেজায় অখুশি। 

সদ্য বিবাহিতা বোন বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। রান্নাবান্না করে ভাইকে খেতে দিয়েছেন। খেতে বসে ভাইয়ের মেজাজ চরমে। রুটি গোলাকার হয়নি তাই রেগে গিয়ে বোনকে গুলি করে হত্যা করলেন ভাই।

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্মীপুরে মর্মান্তিক ওই ঘটনাটি ঘটে। নিহত ওই তরুণীর নাম সুমান। অভিযুক্ত ভাইয়ের নাম সনু। খবর: নিউজ১৮ 

সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বোনকে খুবই ভালোবাসতেন সনু। কিন্তু ওইদিন খাবার খেতে বসে হঠাৎ রেগে যান সনু। আর তখনই সুমানকে গুলি করে হত্যা করেন। জানা যায়, খুনের ঘটনার সময় সনু মদ্যপ অবস্থায় ছিলেন।

এলাকাবাসী জানায়, তারা প্রথমে বিশ্বাসই করতে পারেনি সনু তার বোন সুমানকে খুন করেছে। কারণ কয়েক বছর আগে বাবা মারা যাওয়ার পর সনুই বোনকে আগলে রেখেছিলেন। আর নিজ হাতে বোনের বিয়ে দিয়েছিলেন।

ডেইলি বাংলাদেশ/এমকে