Alexa রিয়াল মাদ্রিদ প্রশ্নে আগ্রহী নন এমবাপে!

ঢাকা, বুধবার   ১৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৬ ১৪২৬,   ২৪ জমাদিউস সানি ১৪৪১

Akash

রিয়াল মাদ্রিদ প্রশ্নে আগ্রহী নন এমবাপে!

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:১৭ ১২ জুন ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ইউরো ২০২০ বাছাই পর্বে তুরস্কের বিপক্ষে আগের ম্যাচে হেরে যাওয়া ফ্রান্স অ্যান্ডোরার মাঠে দারুণ জয় তুলে নিয়েছে। ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের পরপরই ফুরফুরে মেজাজে থাকা ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপে মুখোমুখি হন রিয়াল মাদ্রিদে যাওয়ার গুজব প্রসঙ্গে। তবে পিএসজির এই তারকা স্পস্ট জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্যাপারে প্রশ্নে আগ্রহ নেই তার।

এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুজব শুরু হয় যখন ফ্রান্সের এই তারকা নিজেই জানান তিনি নতুন প্রজেক্ট শুরু করার জন্য নিজেকে তৈরি করছেন। অনেকেই ধারণা করেন নতুন প্রজেক্ট বলতে তিনি স্প্যানিশ ক্লাবটিতে যাওয়া বুঝিয়েছেন।

রিয়াল মাদ্রিদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে এমবাপে বলেন, ‘এখন রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলার সময় না। আপনারা সবসময়ই আমাকে একই প্রশ্ন করেন। কিন্তু এটা উপযুক্ত সময় না।’

ডেইলি বাংলাদেশ/ববি/টিআরএইচ