Alexa রিয়ালের এক নম্বর শত্রু দানি আলভেজ!

ঢাকা, রোববার   ১৭ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২ ১৪২৬,   ১৯ রবিউল আউয়াল ১৪৪১

Akash

রিয়ালের এক নম্বর শত্রু দানি আলভেজ!

 প্রকাশিত: ১৪:৩৭ ২ জুন ২০১৭  

আর কয়েক ঘণ্টা বাকি আছে চ্যাম্পিয়ন্স লিগের মহারণের। রিয়াল কিংবা জুভেন্টাস- উভয় শিবিরই প্রস্তুত নিজেদের সেরাটা দেয়ার। জুভ দেয়াল ভাঙার সব ছক কষে নিয়েছেন রিয়াল বস জিনেদিন জিদান। কিন্তু একটি জায়গাতেই বার বার ঘুরে ফিরে কলম ঘুরাতে হচ্ছে রিয়াল বসকে। তিনি ব্রাজিলিয়ান সেনসেশন আর জুভেন্টাসের অন্যতম ভরসা দানি আলভেজ। ১১৫ বছরের ইতিহাসে লস ব্লাংকোসে এই রেকর্ড কেউ গড়তে পারেননি যেটি এই ব্রাজিলিয়ান করে দেখিয়েছেন। বার্সার সাবেক এই তারকা রিয়ালের বিপক্ষেই ১৯টি জয় ছিনিয়ে নিয়েছেন! আগামীকাল সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না জিনেদিন জিদান। কাল দানি আলভেজের জুভেন্টাস জিতে গেলে এই তারকার পক্ষে এটি হবে ২০তম জয়। কাল যদি রোনালদোদের গুঁড়িয়ে দানি আলভেজ জয় পান তার অর্থ হবে এই যে তিনি রিয়ালের বিপক্ষে অর্ধেক খেলাতেই জিতবেন। এই যেমন তিনি রিয়ালের বিপক্ষে প্রথম মুখোমুখি হয়েছিলেন ২০০৩ সালে সেভিয়ার হয়ে। সেভিয়ার হয়েও রিয়ালের বিপক্ষে ১৩টি ম্যাচ খেলে ৭ বারই জিতেছেন! বার্সার হয়েও রিয়ালের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ২০১১ ও ২০১৪ সালে শুধু রিয়ালের বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে হেরে গিয়েছিলো বার্সা। ২০০৮ সালে সেভিয়া থেকে বার্সেলোনায় যোগ দেন দানি আলভেজ। কাতালান দলটির জার্সি গায়ে আট বছরের ক্যারিয়ারে দানি আলভেজ নিয়েছেন পৃথক ২৩টি শিরোপার স্বাদ। এ সময় দানি আলভেজের অ্যাসিস্টে বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি পেয়েছেন ৪২ গোল। মেসির গোলে আর কোনো খেলোয়াড়ের এত অ্যাসিস্টের নজির নেই। কিন্তু আলভেজের প্রতি বার্সেলোনা কর্তৃপক্ষের অবজ্ঞাটা প্রকাশ পাচ্ছিল পরিষ্কারই। এবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে আলভেজের দারুণ দুই অ্যাসিস্টে জোড়া গোল পান জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। নিজ মাঠে ফিরতি লেগে আলভেজের নিখুঁত পাসে জুভেন্টাসের প্রথম গোলটি আদায় করেন ক্রোয়াট স্ট্রাইকার মারিও মানজুকিচ। আর দারুণ ভলিতে জুভদের জয়সূচক গোলটি আদায় করেন আলভেজ নিজেই। ডেইলি বাংলাদেশ/এসআই