Alexa রিহ্যাব ফেয়ারে ইউএস-বাংলা এসেটস্ এর স্টল

ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৫ ১৪২৬,   ০৪ রজব ১৪৪১

Akash

রিহ্যাব ফেয়ারে ইউএস-বাংলা এসেটস্ এর স্টল

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৪৮ ২৬ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

শীতকালীন রিহ্যাব ফেয়ারে ইউএস-বাংলার স্মার্ট সিটি পূর্বাচল আমেরিকান সিটিতে প্লট বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় পুরষ্কার। রিহ্যাব ফেয়ারে ইউএস-বাংলা এসেটস্ এর স্টল নম্বর ২১।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এ মেলা, চলবে শনিবার পর্যন্ত।

ইউএস-বাংলা এসেটস্ ঢাকার সন্নিকটে পূর্বাচলে গড়ে তুলেছে পূর্বাচল আমেরিকান সিটি। প্রকল্পে রয়েছে সবুজে ঘেরা দৃষ্টিনন্দন সুবিশাল খেলার মাঠ, যার আয়তন ২০ বিঘা। নবায়নযোগ্য জ্বালানি হিসেবে প্রকল্পে থাকছে সোলার হোম সলিউশন। দেশি-বিদেশি গাছের সমন্বয়ে এগিয়ে চলছে প্রকল্পের সবুজায়নের কাজ। প্রকল্পজুড়েই থাকছে তারবিহীন সিসি ক্যামেরা, সেন্ট্রাল মনিটরিং ব্যবস্থাসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। 

এ প্রকল্পে উল্লেখযোগ্য পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে- ১৬৪ ফুট প্রশস্ত রাস্তা, ১৫০ ফুট প্রশস্ত লেক, পার্ক, ১২ ফুট গ্রিণ জোন, ১০ ফুট ফুটপাত, উন্নত ট্রাফিক ব্যবস্থা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। 

প্রকল্পের চাহিদা অনুযায়ী থাকবে ৫৫০ শয্যা বিশিষ্ট আধুনিক মেডিকেল কলেজ ও হসপিটাল, ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড বোর্ডিং স্কুল এন্ড কলেজ, বাংলা ও ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন স্কুল, সার্বক্ষণিক সার্ভিলেন্স টিম, এমিউজমেন্ট পার্ক, স্পোর্টস কমপ্লেক্সসহ নানা সুবিধা। 

একটি আবাসন প্রকল্পের পূর্ণাঙ্গ সৌন্দর্য্য বৃদ্ধি করার প্রয়াসে পূর্বাচল আমেরিকান সিটিতে থাকছে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার, ফাইভ স্টার হোটেল, ট্রেড সেন্টার, সুপার শপ, সেন্ট্রাল মসজিদ, নিজস্ব পাওয়ার স্টেশন।

এরইমধ্যে গ্রিণ ইউনিভার্সিটিসহ প্রকল্পে ইউএসবি এক্সপ্রেসের ব্যবসায়িক কার্যক্রম চলছে। খুব শিগগির পরিকল্পনা অনুযায়ী ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হসপিটালের নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে।

ইউএস-বাংলা এসেটস্ এর মহাব্যবস্থাপক-জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, ইউএস-বাংলা এসেটস্ ঢাকার সন্নিকটে পূর্বাচলে গড়ে তুলেছে পূর্বাচল আমেরিকান সিটি। প্রকল্পে রয়েছে সবুজে ঘেরা দৃষ্টিনন্দন সুবিশাল খেলার মাঠ। মেলার প্রথম দিন থেকেই বেশ সাড়া ফেলেছে তাদের স্টল। 
 

ডেইলি বাংলাদেশ/ইএ/এসএএম