Alexa রিজার্ভ ডে নিয়ে যা জানাল আইসিসি!

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৯ ১৪২৬,   ২৪ মুহররম ১৪৪১

Akash

রিজার্ভ ডে নিয়ে যা জানাল আইসিসি!

স্পোর্টস ডেস্ক  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:১৫ ১২ জুন ২০১৯   আপডেট: ১৫:২৩ ১২ জুন ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইংল্যান্ড বিশ্বকাপ এবার বৃষ্টির দখলে। একের পর এক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাচ্ছে। বৃষ্টির কারণে অনেক দলকে ভুগতেও হবে। পয়েন্ট টেবিল এলোমেলো হওয়ায় বাদ পড়তে পারে প্রত্যাশিত দল। ক্রিকেটপ্রেমীরাও বঞ্চিত হচ্ছেন খেলা দেখা থেকে। গুরুত্বপূর্ণ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সবাই প্রশ্ন তুলছেন।

কেন সেমিফাইনাল ও ফাইনালের মতো লিগ পর্বের ম্যাচেও রিজার্ভ ডে নেই? এমন প্রশ্নে অপারগতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহি ডেভিড রিচার্ডসন।

তিনি বলেন,‘বিশ্বকাপের প্রতি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখতে চাইলে টুর্নামেন্টের সময়কাল বেশ দীর্ঘ হয়ে যেত। এরকম পরিকল্পনা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব।

পিচ প্রস্তুতি, দলগুলোর আসা-যাওয়া, আবাসন, ভেন্যু, টুর্নামেন্টের স্টাফ, স্বেচ্ছাসেবক ও ম্যাচ অফিশিয়ালদের প্রাপ্যতা ও সম্প্রচারসহ নানা ক্ষেত্রে জটিলতা দেখা দিত। তাছাড়া যেসব দর্শকরা অন্য শহর থেকে খেলা দেখতে আসত, তাদের জন্যও রিজার্ভ ডের ব্যাপারটি জটিল হয়ে যেত।

প্রতি ম্যাচের জন্য রিজার্ভ-ডে রাখতে গেলে প্রচুর লোকবল দরকার। এতো লোকবল বাড়ানো সম্ভব নয় বলেই শুধু নকআউট পর্বেই রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

ডেইলি বাংলাদেশ/ববি/আরএস