Alexa রিজার্ভ ট্যাঙ্ক বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুলাই ২০১৯,   শ্রাবণ ৩ ১৪২৬,   ১৪ জ্বিলকদ ১৪৪০

রিজার্ভ ট্যাঙ্ক বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২৫ ২৫ জুন ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের একটি ভবনের রিজার্ভ ট্যাঙ্ক পরিস্কারের সময় বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের নাম- ইউসুফ মাঝি (১৯) ও মাজগর উল্লাহ (৫২)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে দগ্ধ  ইউসুফ মাঝির ভাই ইয়াছিন মাঝি জানান, ইউসুফ শারীরিক প্রতিবন্ধী। বিভিন্ন ছোটখাট কাজ করে সে। দুপুরে সবুজবাগ আবাসিক এলাকার একটি ভবনের মালিক মিজান বাসার রিজার্ভ ট্যাঙ্কি পরিস্কার করতে ইউসুফ  ও মাজগর উল্লাহকে ডেকে নেন। রিজার্ভ ট্যাঙ্কে নেমে তারা বৈদ্যুতিক বাল্ব জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

এদিকে, ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, ইউসুফের শরীরের ৭০ ভাগ ও মাজগর উল্লাহর শরীরের ১৭ ভাগ দগ্ধ হয়েছে। ইউসুফের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংশ্লিষ্ট থানাকে আইনগত ব্যবস্থা নিতে তথ্য জানানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেবি/এসবি/এমআরকে