Alexa রিকশা চালক শিশু স্বপ্না ডাক্তার হতে চায়

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

রিকশা চালক শিশু স্বপ্না ডাক্তার হতে চায়

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:১২ ২৬ জুন ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রিকশা চালাতে কোনো ধরনের ডর-ভয় পাই না। বাবা অনেক আগেই মারা গেছেন। মা ভিক্ষা করে সংসার চালান। সংসারে চাহিদা মেটাতে আমিও রোজগারে নেমেছি। দিনে ১শ থেকে ৬শ টাকা ইনকাম হয়।

রিকশা চালাও ভয় লাগে না? এমন প্রশ্নের জবাবে স্বপ্না জানায়, রিকশা চালাতে ভয় লাগে না। মেয়ে মানুষ এটিও সমস্যা মনে করি না। স্বপ্না আরো জানায়, বাবা জীবিত থাকা অবস্থায় আমাকে স্কুলে নিয়ে যেত।

বড় হয়ে তুমি কি হতে চাও এমন প্রশ্নের জবাবে স্বপ্না বলে, আমি বড় হয়ে মানুষের চিকিৎসা করতে চাই। ডাক্তার হতে চাই।

ভিডিও দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে