Alexa রাস্তায় দাঁড়িয়ে ভাত খেলেন মেয়র আইভী

ঢাকা, রোববার   ২১ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

রাস্তায় দাঁড়িয়ে ভাত খেলেন মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:৪৩ ১৫ জুন ২০১৯   আপডেট: ২৩:৫২ ১৫ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। যিনি দীর্ঘদিন আগে এলাকাবাসীকে দেয়া কথা রাখতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে পাট শাক দিয়ে ভাত খেয়েছেন। এতে এলাকাবাসীরাও আনন্দিত হয়।

বৃহস্পতিবার বিকেলে সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের বন্দর উপজেলার শান্তিনগর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান আইভী। ওই সময় একই এলাকার বৃদ্ধা কুট্টি বেগমের দেয়া পাট শাক দিয়ে দুপুরের খাবার খান তিনি।

দুই বছর আগে সেলিনা হায়াৎ আইভী শান্তিনগর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান। তখন ওই এলাকার বাসিন্দারা তাকে কাছে পেয়ে খাওয়া-দাওয়া করে যাওয়ার কথা বলেন। ওই সময় তিনি বলেছিলেন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে পারলে বাড়ি এসে খাওয়া-দাওয়া করে যাব।

আর এদিন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে গেলে সেই পুরোনো কথা স্মরণ করিয়ে দিয়ে মেয়র আইভীকে বলেন, আপা আপনি বলেছিলেন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হলে এসে খাওয়া-দাওয়া করে যাবেন। এবার তো রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, এবার খেয়ে যান।

এলাকাবাসীর এমন কথায় নিজেকে আর ধরে রাখতে পারলেন না মেয়র আইভী। সবার উপস্থিতিতে রাস্তায় দাঁড়িয়েই ভাত খেয়ে বাড়ি ফেরেন তিনি।

ডেইলি বাংলাদেশ/এমআর