Alexa রাসেল ডোমিঙ্গোর বেতন কত?

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

রাসেল ডোমিঙ্গোর বেতন কত?

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২৭ ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ২০:৪২ ১৯ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ২১ আগস্ট থেকে টিম টাইগারদের সঙ্গে কাজ শুরু করবেন টাইগারদের নতুন কোচ রাসেল ডোমিঙ্গো। 

বিসিবি তার সঙ্গে চুক্তি করেছে দুই বছরের। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক এ কোচকে কত বেতন দিতে যাচ্ছে বিসিবি? এ নিয়ে ক্রিকেট ভক্তদের আগ্রহ কম নয়। তবে কম বেতনেই রাসেলকে পেয়েছে বিসিবি।

জানা গেছে সদ্য বিদায় নেয়া স্টিভ রোডসের চেয়েও কম বেতনে কাজ করবেন ডোমিঙ্গো।

৪৪ বছর বয়সী ডোমিঙ্গো বিসিবির কাছ থেকে মাসে বেতন পাবেন প্রায় ১৫ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা ১২ লাখ ৬৮ হাজারের কাছাকাছি। 

এর সঙ্গে আয়কর যোগ করলে তার বেতন গিয়ে দাঁড়াবে ১৮ হাজার ডলারের মতো। অর্থাৎ, ১৫ লাখ টাকারও বেশি।

এর আগে চন্ডিকা হাথুরুসিংহে বিসিবি থেকে  পেতেন মাসে ২৫ হাজার ৮০০ ডলার। বাংলাদেশি টাকায় ২১ লাখ ৭৩ হাজারের মতো। এক বছরে ২ কোটি ৬০ লাখ টাকা। সবশেষ কোচ স্টিভ রোডসকে বিসিবি প্রতি মাসে বেতন দিতো ২২ হাজার ডলার বা সাড়ে ১৮ লাখ টাকা।

এর আগে রাসেল ডোমিঙ্গো ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রোটিয়াদের কোচের দায়িত্ব পালন করেন তিনি।

ডেইলি বাংলাদেশ/সালি