Exim Bank
ঢাকা, বৃহস্পতিবার ২৪ মে, ২০১৮
iftar

রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলীয় নেতার সাক্ষাৎ

 নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৩৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

১৬৬ বার পঠিত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বিরোধী দলীয় নেতা পর পর দ্বিতীয় মেয়াদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. আবদুল হামিদকে অভিনন্দন জানিয়েছেন।

সাক্ষাতকালে রওশন এরশাদ রাষ্ট্রপতিকে ফুলের তোড়া উপহার দেন।

তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানান।

রওশন এরশাদ দশম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির আট এমপির একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট এম ফজলে রাব্বি মিয়াও রাষ্ট্রপতির সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনিও রাষ্ট্রপতিকে একটি ফুলের তোড়া উপহার দেন।

এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

ডেইলি বাংলাদেশ/এমআরকে

সর্বাধিক পঠিত