Alexa রাবির হল খুলছে কাল  

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৭ ১৪২৬,   ২২ মুহররম ১৪৪১

Akash

রাবির হল খুলছে কাল  

মিম্মা রহমান রীতি, রাবি   ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:১৮ ২৩ আগস্ট ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খুলবে কাল। একাডেমিক এবং দাপ্তরিক কার্যক্রম শুরু হবে রোববার থেকে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক প্রভাষ কুমার জানান, ঈদের ছুটি শেষে শনিবার সকাল ১০টায় হলগুলো খুলে দেয়া হবে এবং রোববার থেকে একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

গত ৭ আগস্ট থেকে একাডেমিক এবং ৮ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের হল ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়। ২২ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি হলেও ২৩ ও ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় রোববার থেকে কার্যক্রম শুরু হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এমএইচ