Alexa রান্নাঘরের আগুনে পুড়ল তিন বাড়ি

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

রান্নাঘরের আগুনে পুড়ল তিন বাড়ি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:২১ ২২ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার দুপুরে রান্নাঘরের আগুনে তিনটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী সুজন মিয়া ওই উপজেলার পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।

চারঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ সময় আশপাশের বাড়িগুলো রক্ষা পেলেও সুজন মিয়ার তিনটি বাড়ি পুড়ে গেছে।

বাঘার ইউএনও শাহিন রেজা বলেন, ক্ষতিগ্রস্থ সুজন মিয়াকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক ও অন্যান্য সহায়তা দেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এআর