Alexa রানু মণ্ডলকে জোর করেই পারিশ্রমিক দিলেন হিমেশ!

ঢাকা, বুধবার   ১৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৬ ১৪২৬,   ২৪ জমাদিউস সানি ১৪৪১

Akash

রানু মণ্ডলকে জোর করেই পারিশ্রমিক দিলেন হিমেশ!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:০৪ ২৮ আগস্ট ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রানাঘাট স্টেশনে ‘প্যার কা নাগমা হ্যায়’ গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বলে চলে যান তিনি। রানাঘাট স্টেশন থেকে সোজা বলিউডে। বুঝতেই পারছেন, রানু মণ্ডলের কথাই বলা হচ্ছে। 

হিমেশ রেশমিয়ার সুরে ‘তেরি মেরি’ গেয়ে, আপাতত ক্যামেরার ফ্ল্যাশে রানু মণ্ডল। হিমেশ রেশমিয়ার ছবিতে গান গেয়ে রানু মণ্ডল কত পারিশ্রমিক পেলেন জানেন?

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গেয়ে রানু ৬ থেকে ৭ লাখ রুপি পারিশ্রমিক পান। যে টাকার অঙ্ক দেখে প্রথমে রানু পারিশ্রমিক নিতে অস্বীকার করেন। হিমেশ রেশমিয়া এরপর জোর করেই রানু মণ্ডলের হাতে ওই পারিশ্রমিক তুলে দেন।

শোনা যাচ্ছে, রানুকে নাকি এবার দেখা যেতে পারে ‘বিগ বস’ এর ঘরে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিগ বস’। শোনা যাচ্ছে, এবার বিগ বসের সিজন ১৩-তে যোগ দেয়ার জন্য সালমান খান নিজেই ডাক দিয়েছেন রানু মণ্ডলকে। যদিও এ বিষয়ে এখনো শো-য়ের নির্মাতাদের তরফ থেকে কিছুই জানানো হয়নি। মুখ খোলেননি রানু মণ্ডলও। 

ডেইলি বাংলাদেশ/টিএএস