Alexa রাগ-অভিমানে ৫৬ কিলোমিটার দৌড় দারোগার!  

ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৮ ১৪২৬,   ১৫ রবিউস সানি ১৪৪১

রাগ-অভিমানে ৫৬ কিলোমিটার দৌড় দারোগার!  

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:২৮ ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ২২:০৬ ১৬ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজের অপছন্দের জায়গায় বদলি হওয়ায় রাগ করে ও প্রতিবাদ করতে ৬৫ কলোমিটার দৌঁড়ে নতুন কর্মস্থলে যাত্রা শুরু করেন এক দারোগা।  

ভারতের উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর  রীতিমতো হইচই পড়ে যায় পুলিশ প্রশাসনে। 

ওই দারোগার বক্তব্য, কর্তৃপক্ষের নিজেদের দ্বন্দ্বের কারণে তার এই বদলি করা হয়েছে এবং প্রতিবাদ জানাতেই ৬৫ কিলোমিটার দৌঁড়ানোর কথা ভাবেন তিনি। তবে কিছুটা দৌঁড়েই অজ্ঞান হয়ে উলটে রাস্তায় পড়ে যান এই দারোগা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, দারোগার নাম বিজয় প্রতাপ। তিনি পুলিশ লাইনে কর্মরত ছিলেন। পুলিশ লাইন থেকে তার বদলি করা হয়েছে বিঠোলি থানায়। 

বিজয় প্রতাপ বলেন, আরআইয়ের দ্বন্দ্বের ঘটনায় আমার বদলি হয়েছে। এসএসপি আমাকে পুলিশ লাইনেই থাকতে বলেছিলেন, কিন্তু আরআই আমার বদলি বিঠোলি থানায় করে দিয়েছেন। এটাকে আমার রাগ বলুন বা অভিমান, আমি দৌঁড়াতে দৌঁড়াতে বিঠোলি যাওয়ার সিদ্ধান্ত নিই।

ডেইলি বাংলাদেশ/এমকে