Alexa রাণীনগরে ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

Akash

রাণীনগরে ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৫৮ ১১ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে ইয়াবাসহ এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার জহুরুল ইসলাম ওরফে হাত কাটা জহুরুল ওই উপজেলার ভবানীপুরের মোশারফ হোসেন মুসার ছেলে।

বুধবার দুপুরে আতাইকুলা পাগলির মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, ২১ মে ৮৭ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়েছিলো। ওই সময় হাত কাটা জহুরুল এবং শীর্ষ মাদক ব্যবসায়ী সোনামুল খন্দকার পালিয়ে যান। ওই মামলায় তাদেরও আসামি করা হয়।

ওসি জহুরুল আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ইয়াবা বেচাকেনার সময় হাত কাটা জহুরুলকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোনামুল খন্দকারকে গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি বাংলাদেশ/এআর