Alexa রাজশাহীতে জন্ম নিল অদ্ভুত এক শিশু, শত শত লোকের ভিড়

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৯ ১৪২৬,   ১৬ রবিউল আউয়াল ১৪৪১

Akash

রাজশাহীতে জন্ম নিল অদ্ভুত এক শিশু, শত শত লোকের ভিড়

রাজশাহী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:০৬ ৫ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলায় অদ্ভুত এক শিশুর জন্ম হয়েছে। শিশুটির লিঙ্গ পুরুষ হলেও দুই চোখ, নাক ও পায়খানার দ্বার নেই। পুরো শরীরজুড়ে কোথাও স্বাভাবিক চামড়া নেই। আবার দুটি পা থাকলেও তা বিকলাঙ্গ।

তার শরীরের অন্যান্য অঙ্গও অস্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে তানোর পৌর শহরের মহানগর ক্লিনিকে ওই শিশুটির জন্ম হয়। উপজেলার তালন্দ ইউনিয়নের আড়াদীঘি গ্রামের গৃহবধূ মুনজিরিনা বেগম শিশুটির জন্ম দেন। শিশুটির বাবা রাজমিস্ত্রি আইনাল হক। শিশুটি তাদের দ্বিতীয় সন্তান।

শিশুর বাবা আইনাল হকের বরাত দিয়ে তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মণ্ডল জানান, জন্মের পরেই মহানগর ক্লিনিকের চিকিসৎকরা অদ্ভুত শিশুটিকে বাড়ি পাঠিয়ে দেন।

তবে শিশুটির মা এখনো ওই ক্লিনিকে চিকিৎসাধীন। শিশুটিকে বাড়িতে আনা হলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয় শত শত লোক শিশুটিকে দেখতে তাদের বাড়িতে ভিড় করছেন।

ডেইলি বাংলাদেশ/এমএইচ