Alexa রাজশাহীতে আওয়ামী লীগের ‘শোডাউন’

ঢাকা, শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১০ ১৪২৬,   ২৮ জমাদিউস সানি ১৪৪১

Akash

রাজশাহীতে আওয়ামী লীগের ‘শোডাউন’

 প্রকাশিত: ১৬:৪৪ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১৮:৪৫ ৯ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশস্থলের সামনে শোডাউন করেছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশ শুরু হয়।

জানা যায়, সমাবেশ শুরুর কিছুক্ষণ পরই নগরীর দরগাপাড়া থেকে আওয়ামী লীগের মিছিলটি বের হয়। এটি মাদ্রাসা ময়দানের সামনের সড়ক হয়ে ফায়ার সার্ভিস মোড় ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

মিছিলে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নেতৃত্ব দেন। এতে নগর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং বিশৃঙ্খলা প্রতিরোধে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সাহেববাজার বড় সমজিদের সামনে অবস্থান নেন।
 
অবস্থান প্রসঙ্গে খায়রুজ্জামান লিটন বলেন, ঐক্যফ্রন্ট সমাবেশ করতেই পারেন। এতে আমাদের কোনো আপত্তি নেই। তিনি বলেন, তারা বিশৃঙ্খলা বা অরাজকতার মাধ্যমে শান্তির শহর রাজশাহীকে অশান্ত করবে, তা আমরা হতে দিতে পারি না। এটি প্রতিরোধ করতেই আমরা অবস্থান নিয়েছি।
 
লিটন বলেন, আমাদের নেতা-কর্মীরা সন্ধ্যা পর্যন্ত নিজ নিজ এলাকায় সর্তক অবস্থানে থাকবেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না।
 
ডেইলি বাংলাদেশ/জেডআর/আরআই