Alexa রাজবাড়ীতে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৩ ১৪২৬,   ১৮ মুহররম ১৪৪১

Akash

রাজবাড়ীতে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:১৪ ১১ সেপ্টেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজবাড়ীর পাংশায় মৌরাট ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বাগদুলী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শতকত আলী মণ্ডল মৌরাট ইউপির বাগদুলি গ্রামের নাজিম উদ্দিন মণ্ডলের ছেলে।

পাংশা মডেল থানার ওসি আহসান উল্লাহ জানান, মঙ্গলবার সন্ধ্যায় ইউপি সদস্য শওকত আলী মণ্ডল পল্লী চিকিৎসক ডা. অজয়ের ফার্মেসিতে বসেছিলেন। এ সময়  দুর্বৃত্তরা প্রথমে বোমা নিক্ষেপ পরে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সেই সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

ডেইলি বাংলাদেশ/জেএস