রাজধানীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক :: staff-reporter
প্রকাশিত: ০৩:১৬ ৭ ডিসেম্বর ২০১৮ আপডেট: ০৩:৫৯ ৭ ডিসেম্বর ২০১৮

রাকিব হাসান
রাজধানীর বনানীতে রাকিব হাসান (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাকিব বনানীর ১৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি এবং তার বাবার নাম আলতাফ হোসেন বলে জানা গেছে।
এ সময় নুর ইসলাম নামে তার এক সহযোগীও আহত হন। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানী থানার পরিদর্শক সায়হান অলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/আরএ