Alexa রাজধানীতে আনসার আল ইসলামের ৪ জঙ্গি আটক

ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৬ ১৪২৬,   ১৩ রবিউস সানি ১৪৪১

রাজধানীতে আনসার আল ইসলামের ৪ জঙ্গি আটক

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:১৪ ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ১৮:১৫ ২১ অক্টোবর ২০১৯

ছবি- ডেইলি বাংলাদেশ

ছবি- ডেইলি বাংলাদেশ

রাজধানীর গাবতলী ও সাভারের আমিন বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করেছে র‌্যাব।

আটক জঙ্গিরা হলো- মুফতি সাইফুল ইসলাম (৩৪), সালিম মিয়া (৩০), জুনায়েদ (৩৭) ও আহম্মেদ সোহায়েল (২১)।

সোমবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদশক মো. মোজাম্মেল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, রোববার রাতে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় গাবতলী ও সাভারে অভিযান চালিয়ে তাদের হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদ সম্পর্কিত বই, ভিডিও, কবিতা, বয়ান, লিফলেটসহ মোবাইল, ল্যাপটপ ও চাপাতি উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা গেছে, আটককৃতরা বিভিন্ন মাদরাসায় শিক্ষার্থী অবস্থায় জঙ্গি সংগঠনে জড়িত হয়। তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে। দেশের প্রচলিত শাসন ব্যবস্থার পরিবর্তে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করাই আনসার আল ইসলামের মূল উদ্দেশ্য। জঙ্গি তৎপরতা, প্রশিক্ষণ ও করণীয় সম্পর্কে তারা নিজেদের মধ্যে অনলাইনে প্রোটেক্টিভ অ্যাপস, প্রোটেক্টিভ টেক্সট ও প্রোটেক্টিভ ব্রাওজারের মাধ্যমে নিজেদের মাধ্যমে যোগাযোগ করত।

ডেইলি বাংলাদেশ/এসবি/এসআই/আরএইচ