Alexa রাইমা সেন-পরমব্রতের বিয়ে, সাক্ষী মিথিলার স্বামী!

ঢাকা, শনিবার   ২৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৬ ১৪২৬,   ০৫ রজব ১৪৪১

Akash

রাইমা সেন-পরমব্রতের বিয়ে, সাক্ষী মিথিলার স্বামী!

বিনোদন ডেস্ক  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৫৩ ৯ জানুয়ারি ২০২০   আপডেট: ১৭:৫৬ ৯ জানুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

নয় বছর আগে পরমব্রত ও রাইমা সেন জুটি ‘২২ শ্রাবণ’ সিনেমায় ভালোই রসায়ন জমিয়েছিলেন। সিনেমাটির ‘যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে’ গানের দৃশ্যগুলো মানুষের মনে এখনো দাগ কাটে। এরপর বেশকটি সিনেমায় অভিনয় করেন তারা। এতে জয় করেছেন দর্শকদের মন।

তবে নয় বছর পর ওই জুটি বিয়ের পিঁড়িতে বসেছেন। আর এ বিয়েতে উপস্থিত হয়েছেন কলকাতার অভিনেতা আবিরসহ অনেকে। বিয়ের আয়োজনের অংশ হিসেবে পানপাতায় মুখ ঢেকেছেন রাইমা সেন। এর এসবের সাক্ষী হলেন সৃজিত মুখার্জী।

বিয়ের আয়োজনটি ছিল সৃজিত মুখোপাধ্যায়ের ২২ শ্রাবণ সিনেমার সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’র। ‘যে কটা দিন তুমি ছিলে পাশে’ গানটির নতুন ভার্সনের দৃশ্যটি রেকর্ড করা হয় ওই সময়। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায়। গানটির রিপ্রাইজড ভার্সনে অনুপমের সঙ্গে গেয়েছেন ইমন।

সৃজিত মুখার্জি আরো জানান, ‘২২ শ্রাবণ’ সিনেমার গল্পের শেষ থেকে ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমার কাহিনী শুরু হয়েছে। এ সিনেমায় কলকাতা পুলিশের গোয়েন্দা অভিজিৎ পাকরাশি চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অমৃতা চরিত্রে অভিনয় করছেন রাইমা সেন।
 

ডেইলি বাংলাদেশ/এমকেএ