Alexa রহস্যময় লাগেজে মিলল খণ্ডিত লাশ

ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৫ ১৪২৬,   ১২ রবিউস সানি ১৪৪১

রহস্যময় লাগেজে মিলল খণ্ডিত লাশ

ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৩১ ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ১২:০১ ২১ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের পাটগুদাম ব্রিজের কাছে প্রায় ১২ঘণ্টা ধরে একটি লাগেজকে ঘিরে চলছিল নানান জল্পনা-কল্পনা। অবশেষে সোমবার সকালে সেই লাগেজ থেকে এক ব্যক্তির মাথা ও হাত-পা বিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার সকালে ময়মনসিংহের এসপি শাহ আবীদ হোসেন জানান, এটি একটি ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় ও দেহের অন্য অংশগুলো উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে পাটগুদাম ব্রিজের কাছে রোববার সকাল থেকে লাল রঙের একটি ল্যাগেজ পড়ে থাকতে দেখেন ট্রাফিক পুলিশ। সন্দেহ হলে সন্ধ্যায় পুলিশকে জানানো হয়। পরে রাত ৮টা থেকে সন্দেহজনক ওই লাগেজটি ঘিরে রাখে পুলিশ ও র‍্যাব। 

খবর পেয়ে ঘটনাস্থলে যান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, এসপি শাহ আবিদ হোসেনসহ এবং র‍্যাবের সিইও লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

ডেইলি বাংলাদেশ/জেএস/এসআই