Alexa রসিক নির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১১ ১৪২৬,   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

রসিক নির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি

 প্রকাশিত: ১৫:০৮ ২১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৮:৪৩ ২২ ডিসেম্বর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

রংপুর সিটি করপোরেশনের (রসিক) ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রসিক নির্বাচনের পরিস্থিতি দেখার পর সাংবাদিকদের এ সন্তুষ্টির কথা জানান তিনি।

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটার এবং স্থানীয়দের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। এ ধরনের সুষ্ঠু ভোটগ্রহণে আমি সন্তুষ্ট।

ভোটগ্রহণ নিয়ে বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি।

ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, রসিক নির্বাচনের একটি কেন্দ্রে বেশ সতর্কতার সঙ্গে ইভিএম এ ভোটগ্রহণ করা হচ্ছে। কোনো বিচ্যুতির অভিযোগ নেই। এ নিয়ে ভোটাররাও বেশ খুশি হয়েছেন। ভালো সাড়া পাওয়া গেছে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ