Alexa রসিকে ২১ কাউন্সিলর পেল আওয়ামী লীগ

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

রসিকে ২১ কাউন্সিলর পেল আওয়ামী লীগ

রংপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ

 প্রকাশিত: ১৮:৩৭ ২২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ১৭:০২ ৫ মার্চ ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুর সিটি করপোরেশনে (রসিক) আওয়ামী লীগের ২১জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ৩৩টি ওয়ার্ডে সংরক্ষিত ১১ ও ৩৩টি সাধারণ কাউন্সিলরসহ ৪৪টি পদের মধ্যে বিএনপি ৮ ও জাতীয় পার্টির দুই প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিজয়ীদের মধ্যে ৩৫ জনই নতুন। বাকি ৯ জন পুর্ননির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত রংপুর পুলিশ কমিউনিটি সেন্টারে প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন রির্টানিং অফিসার সুভাষ চন্দ্র সরকার।

সংরক্ষিত কাউন্সিলর:

নাসিমা আক্তার, ২ নং ওয়ার্ডে বিলকিস বেগম, ৩ নং সুইটি বেগম, ৪ নং জামিলা বেগম, ৫ নং শাহেদা বেগম, ৬ নং জাহেদা আনোয়ারী, ৭নং ফেরদৌসী বেগম, ৮ নং হাসনা বানু, ৯ নং মনোয়ারা সুলতানা মলি, ১০ নং ফরিদা বেগম এবং ১১ নং ওয়ার্ডে নাজমুন নাহার।

সাধারণ কাউন্সিলর:

১ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, ২ নং আবুল কালাম আজাদ, ৩ নং মোস্তাফিজার রহমান, ৪ নং হারাধন চন্দ্র রায়, মোখলেছুর রহমান তরু, ৬ নং মনোয়ারুল ইসলাম লেবু, ৭ নং মাহফুজার রহমান মাফু, ৮ নং মামুনার রশিদ, ৯ নং নজরুল ইসলাম দেওয়ানী, ১০ নং লাইকুর রহমান নাজু, ১১ নং জয়নুল আবেদীন, ১২ নং রবিউল আবেদীন ইসলাম, ১৩ নং ফজলে এলাহী, ১৪ নং শফিকুল ইসলাম মিঠু, ১৫ নং জাকারিয়া আলম শিপলু ১৬ নং আমিনুর রহমান, ১৭ নং আব্দুল গফফার, ১৮ নং মুনতাছির শামীম লাইকো, ১৯ নং মাহমুদুর রহমান টিটু, ২০ নং মো. তৌহিদুল ইসলাম, ২১ নং মাহবুবুর রহমান মঞ্জু, ২২ নং মিজানুর রহমান মিজু, ২৩ নং সেকেন্দার আলী, ২৪ নং মীর মো. জামাল উদ্দিন, ২৫ নং নুরন্নবী ফুলু, ২৬ নং সাইফুল ইসলাম ফুলু, ২৭ নং হারুন অর রশিদ, ২৮ নং রহমতুল্লাহ বাবলা, ২৯ নং মোক্তার হোসেন, ৩০ নং মো. মালেক নিয়াজ আরজু, ৩১নং সামসুল হক, ৩২ নং মাহবুব মোর্শেদ শামিম এবং ৩৩ নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল জানান, মোট ২১ জন সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ থেকে জয়ী হয়েছে। উল্লেখ্য, সাধারণ কাউন্সিলর পদে ২১২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ডেইলি বাংলাদেশ/ আজ/ এমআরকে