Alexa রশিদের লজ্জার ‘সেঞ্চুরি’, অল্পের জন্য হলো না রেকর্ড! 

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

রশিদের লজ্জার ‘সেঞ্চুরি’, অল্পের জন্য হলো না রেকর্ড! 

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:১৭ ১৮ জুন ২০১৯   আপডেট: ২০:১৮ ১৮ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি ক্রিকেট বিশ্বকাপে খেলতে নেমে নতুন করে নিজের নাম লেখালেন রশীদ খান। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে দেখা পেলেন সেঞ্চুরির! তবে এটি গর্বের নয়, বরং লজ্জার সেঞ্চুরি। কারণ রশিদ খান সেঞ্চুরিটি করেছেন বল হাতে।
 
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের ৫ম ম্যাচ খেলতে নামে আফগানিস্তান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক। ব্যাটসম্যানদের আটকাতে আফগানের প্রধান ভরসা ছিলেন রশিদ খান। অথচ দিনশেষে তিনিই করলেন সবচেয়ে খারাপ পারফরম্যান্স। 

মাত্র ৯ ওভার বল করে রশিদ খান দেন ১১০ রান! ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান দেয়ার রেকর্ড ১১৩ রানের। আর ১ ওভার বল করলেই হয়তো রশিদ খান সেটিও করে ফেলতেন কৃতিত্বের সঙ্গে। তবে অধিনায়ক নাইব তার হাতে আর বল না দেয়ায় অল্পের জন্য রেকর্ড বঞ্চিত হলেন রশিদ খান। 

ডেইলি বাংলাদেশ/এএল/এসআই