Alexa রমজানের গানে বিপাশা কবির

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

রমজানের গানে বিপাশা কবির

বিনোদন প্রতিবেদক- ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৪২ ১৬ মে ২০১৯   আপডেট: ১৬:৪৩ ১৬ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আইটেম কন্যা খ্যাত বিপাশা কবিরকে এবার নিজের আবেদনময়ী গন্ডির বাহিরে একটি ইসলামী গানে দেখা মিলবে। পবিত্র রমজান মাস উপলক্ষে এস এস মিউজিক ক্লাব থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী কাজী শুভর ইসলামিক গান ‘বইছে পবিত্রতা’। এই গানের মডেল হিসেবে অভিনয় করেছেন বিপাশা, রয়েছে গায়ক কাজী শুভর উপস্থিতি।

‘এসেছে রহমতেরই মাস, রোজা রাখো হে মুমিন/এসেছে মাগফিরাতেরই মাস, রোজা রাখো হে মুমিন/এসেছে এসেছে নাজাতেরই মাস রোজা রাখো হে মুমিন’-এমন কথার গানটি লিখেছেন ফাজবীর তাজ। এর সুর করেছেন কাজী শুভ ও কে এম মনির। সঙ্গীতায়োজন করেছেন রাফির। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ।

গানটি প্রসঙ্গে বিপাশা কবির বলেন,  মানুষ এতোদিন চলচ্চিত্রে যে ভাবে দেখে এসেছে সেই গন্ডির বাহিরে ভিন্ন ভাবে এই গানে সবাই দেখতে পাবে। ইসলামিক এই গানটিতে কাজ করে মনে প্রশান্তি পেলাম। গানের কথাগুলো অসাধারণ। সবার ভালো লাগবে।

গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, রমজান মাসের জন্য আমরা একটি বছর অপেক্ষা করি। এই মাসের ভেতর আল্লাহ তায়ালা অশেষ রহমত রেখেছেন। তা-ই গানে গানে তুলে ধরা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এনএ