Alexa রণবীরের থেকে ভাল কেউ করতে পারত না

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

‘রণবীরের থেকে ভাল কেউ করতে পারত না’

 প্রকাশিত: ১১:০৫ ২৯ এপ্রিল ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজকুমার হিরানির ‘সঞ্জু’ ছবি দিয়ে বড় পর্দায় ফিরছেন বলিডের তরুণ অভিনেতা রণবীর কাপুর। ছবিতে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করবেন তিনি।

সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ করা হয়েছে। এতে ২০ থেকে ৫০ বছর বয়সী সঞ্জয়ের রূপ তুলে ধরতে দেখা গেছে এ বলিউড অভিনেতাকে। টিজার মুক্তির পর থেকেই সবাই রণবীরের প্রশংসা পঞ্চমুখ।

রণবীরের প্রশংসায় মাতলেন বোন কারিনা কাপুর। তিনি বলেন, সঞ্জয় দত্তের জীবন পর্দায় ফুটিয়ে তুলতে রণবীরের থেকে ভাল কেউ ছিল নাকি? আমার মনে হয় না, এই চরিত্র রণবীরের থেকে ভাল কেউ করতে পারত না।

‘সঞ্জু’ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২৯ জুন। রণবীর ছাড়াও এতে অভিনয় করেছেন আনুশকা শর্মা, সোনম কাপুর, দিয়া মির্জা, মনীষা কৈরালা, ভিকি কুশল।

মা হওয়ার পর প্রথম বড় পর্দায় ফিরছেন কারিনাও। তার ‘ভিরে কি ওয়েডিং’ ছবিটি মুক্তি পাচ্ছে ১ জুন। এতে তার সহশিল্পী রয়েছেন সোনম কাপুর।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics