Alexa রণবীরের অজানা তথ্য জেনে ফেলেছেন আলিয়া!

ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩০ ১৪২৬,   ১৭ রবিউস সানি ১৪৪১

রণবীরের অজানা তথ্য জেনে ফেলেছেন আলিয়া!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:৩৯ ১৮ ফেব্রুয়ারি ২০১৯  

আলিয়া ভাট

আলিয়া ভাট

বক্স অফিসে ‘গাল্লি বয়’-এর রেজাল্ট এখনো বেশ ভাল। প্রথম দিনেই ১৯ কোটি টাকার বেশি ব্যবসা করেছে রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত এই ছবি। 

তিন দিনের মধ্যে ৫০ কোটির বেঞ্চমার্ক পেরিয়ে গিয়েছে। প্রথমবার স্ক্রিন শেয়ার করে রণবীরের সম্পর্কে নাকি বেশ কিছু অজানা তথ্য জেনেছেন আলিয়া। সদ্য সাংবাদিকদের সামনে সে সব তথ্য শেয়ার করেছেন নায়িকা।

আলিয়ার কথায়, রণবীরের নীরবতাই ওর শক্তি। আসলে সে খুব স্পর্শকাতর। ওকে আবিষ্কার করাটা মানুষ হিসেবে এবং অভিনেতা হিসেবেও আমার কাছে বড় ব্যাপার।

এই ছবিতে রণবীরের চরিত্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে মিউজিক। শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও মিউজিক রণবীরের খুবই পছন্দের জায়গা। 

এর আগে মিউজিক নিয়ে রণবীর সিং বলেছিলেন, মিউজিক আমি ভালবাসি। গাড়ি হোক বা জিম প্রায় সব জায়গাতেই গান গাইতে ভাল লাগে আমার। আসলে সেই মুড বা স্পিরিটটাও অনস্ক্রিন বোঝা যায়।

‘গাল্লি বয়’ ইন্ডাস্ট্রিকে এক নতুন জুটি উপহার দিয়েছে। রণবীর-আলিয়াকে নিয়ে নতুন করে ভাবছেন পরিচালকরা।

ডেইলি বাংলাদেশ/টিএএস