Alexa রক্তদানে সবাইকে এগিয়ে আসা উচিত: সংস্কৃতি প্রতিমন্ত্রী 

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

রক্তদানে সবাইকে এগিয়ে আসা উচিত: সংস্কৃতি প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৫৩ ২০ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সুস্থ ও সবলরা প্রতি তিন মাস অন্তর রক্ত দিতে পারে। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ, ক্যান্সারসহ অনেক রোগের ঝুঁকি কমে। ডেঙ্গুর এ মৌসুমে রক্তের চাহিদা বেশি। তাই রক্তদানে সবাইকে এগিয়ে আসা উচিত। 

মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে 'স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি' উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

প্রতিমন্ত্রী বলেন, শোকদিবস উপলক্ষে যারা স্বেচ্ছায় রক্তদান করছেন তারা সবাই বঙ্গবন্ধুকে অন্তর থেকে ভালোবাসেন বলেই আমরা মনে করি। 

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/টিআরএইচ