Alexa রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:১৯ ৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৯:২৮ ৫ সেপ্টেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা দিলেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। একই সঙ্গে ছয় মাসের মধ্যে কাউন্সিলের ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

এর আগে বিরোধী দলীয় উপনেতা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, পার্টিতে কী হচ্ছে? জাতীয় পার্টি কি আবার ভাঙতে যাচ্ছে? আসুন সবাই মিলে পার্টিটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করি।

সংবাদ সম্মেলনে সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সোহেল রানা, এমপি গোলাম কিবরিয়া টিপু, এমপি মজিবুল হক চুন্নু, এমপি নাসিম ওসমান, এমপি ফখরুল ইমাম, এমপি লিয়াকত হোসেন খোকা, এমপি নুরুল ইসলাম ওমর, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ ও সফিকুল ইসলাম সেন্টু।

সংবাদ সম্মেলন চলার সময় হাজার হাজার নেতাকর্মী বাসভবনের বাইরের এলাকা স্লোগানে মুখরিত করে তোলেন।

ডেইলি বাংলাদেশ/এস.আর/এসআই