Exim Bank
ঢাকা, রোববার ২২ এপ্রিল, ২০১৮
Advertisement
বিজ্ঞাপন দিন      

যে ছবিগুলো দৃষ্টিভঙ্গি বদলে দিবে আপনার!

 নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:১২, ১০ এপ্রিল ২০১৮

আপডেট: ১৭:৩৮, ১০ এপ্রিল ২০১৮

১১২১ বার পঠিত

ফাইল ছবি

ফাইল ছবি

পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও ঘটনাগুলো কিন্তু সাধারণ হয় না।

আমরা সাধারণ চোখে যা দেখি ব্যপারগুলো কি ঠিক সেরকম হয়? অনেক অসাধারণ ঘটনা ঘটে যা আমরা ভুল ভেবে এড়িয়ে যাই বা বুঝতেই পারিনা আসলে কি ঘটছে।

আজ আপনাদের দেখাবো এমন কিছু বিরল ছবি যা প্রথম দেখায় সাধারণ ছবি মনে হলেও, এগুলো মোটেও কোনো সাধারণ ঘটনার ছবি না।

(১)

এটা পৃথিবীর সামনে ধরা কোন পাথর নয়। এটা পৃথিবীকে পেছনে রেখে তোলা চাঁদের অপরপৃষ্টের ছবি।

(২)

এই ফেনাগুলো প্রাকৃতিক। সিডনীর ক্যাপাচিনো সমুদ্রসৈকতে আঁচরে পড়া ঢেউয়ের জন্য এই ফেনা তৈরি হয়েছে।

(৩)

একজন সার্ফার প্রায় ৪০ পাউন্ডের একটি পাথর নিয়ে সমুদ্রের তলদেশে হেঁটে বেড়াচ্ছে। আপনি নিশ্চয় এমনটা ভাবেননি।

(৪)

অনুমান করুন তো, গাছটির বয়স কত? এই বনসাই গাছটির বয়স ৮০০ বছর।

(৫)

আমাদের হাতে রক্ত চলাচলের শিরা উপশিরা। বিস্ময়কর না!

(৬)

এটিই পৃথিবীর সবথেকে বড় স্বয়ংক্রিয় যন্ত্র। এই যন্ত্রের নাম ব্যাগগার ২৮৮।

(৭)

জুরিখ চিড়িয়াখানায় ১৮ বছরের প্রচেষ্টায় জন্মলাভ করা বিরল প্রজাতির কাল গণ্ডারের ছানা।

(৮)

রাগবি খেলায় ‘সুপার বল’ জয়ীরা এই আংটি পেয়ে থাকেন। প্রথম ছবিতে সর্বপ্রথম চ্যাম্পিয়নশিপের আংটি ও দ্বিতীয় ছবিতে ২০১৫ সালে দেয়া আংটি দেখা যাচ্ছে।

(৯)

ছবির লোকগুলো কিন্তু কেউই ফুটবলার না। এরা হলেন পৃথিবীর নামকরা কয়েকজন দাবাড়ু।

(১০)

ক্যামেরা ভেঙে ফেলার ঠিক আগ মুহূর্তে তোলা গরিলাটির ছবি। ছবি দেখে নিশ্চয় আপনার একে এত হিংস্র মনে হয়নি।

(১১)

এই স্নোমবিলটি নিজ জগতে লাম্বরগিনির মত জনপ্রিয়।

(১২)

আপনার ধারণা ভুল। এটা মরুভূমির সিঁড়ীর ছবি।

(১৩)

এমন সূক্ষ্ম খাঁজের সাহায্যেই পর্বতারোহীদের পাহাড় চড়তে হয়। ভাবতে পারেন!

(১৪)

সিনেমা নয়, এটা একটা স্পেস স্টেশনের ভেতরের ছবি।

(১৫)

এটা কোন সাজ নয়, এই আংটাটি অন্ধ কুকুরটাকে ধাক্কা খাওয়া থেকে বাঁচায়।

(১৬)

এটা কোন ডুবে যাওয়া ভূখণ্ড নয়। মালয়শিয়ার একটি দ্বীপের ছবি যেখানে বাস্তবে মানুষ বাস করে।

(১৭)

তিব্বতের একটি গ্রামের ছবি।

(১৮)

‘দানবের ভূমী’। না ছবির কারসাজী নয়, এটা একটা পাওয়ার সাপ্লাই প্রোজেক্টের বাস্তব ছবি।

 

ডেইলি বাংলাদেশ/আরএজে

সর্বাধিক পঠিত