Alexa যে কোনো জায়গায় ব্যাটিং করতে চান সৌম্য

ঢাকা, মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

যে কোনো জায়গায় ব্যাটিং করতে চান সৌম্য

 প্রকাশিত: ১৯:৩৬ ২৯ আগস্ট ২০১৮   আপডেট: ১৯:৩৬ ২৯ আগস্ট ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

এশিয়া কাপে দলের প্রয়োজনে নিজের স্বাচ্ছন্দ্য জায়গা ওপেনিং ছাড়তে সমস্যা নেই সৌম্যর। দলের প্রয়োজনে যেকোনো পজিশনেই ব্যাটিং করতে চান তিনি।

ক্রমাগত অফ ফর্মের কারণে দলে জায়গা হারিয়েছেন। তবে সৌম্যের পরিবর্তে দলে আসা আনামুল হকও ভালো কিছু করতে পারেন নি। উইন্ডিজ সফরে লিটন দাস রান পেয়েছেন। ফলে, এশিয়া কাপে তামিমের সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে এই উইকেট কিপার ব্যাটসম্যানকেই। ফলে, ওপেনিং ব্যাটিংয়ে থাকার সম্ভবনা কমে এসেছে সৌম্য সরকারের। এছাড়া উইন্ডিজ সফরে মিডল অর্ডারেও ব্যাট করেছেন তিনি। 

তবে এ নিয়ে চিন্তিত নন বাঁহাতি এই স্টাইলিশ ব্যাটসম্যান। তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ নয় যে আমি ওপেনিং ব্যাট করছি নাকি সাত নাম্বারে। আমার কাজ হল ভালো ব্যাট করা। যদি আমি ভালো করি তবে দলও উপকৃত হবে। 

এছাড়া নিজের বোলিং নিয়েও কথা বলেন সৌম্য। তিনি বলেন, যখন আমি ক্যারিয়ার শুরু করি তখন দল আমার কাছে থেকে এটা আশা করেছিল। একজন মিডিয়াম পেসার দলকে ভারসাম্য আনতে পারে। তবে এখন তিন পেসার দল খেলিয়ে থাকে। ফলে বোলিংয়ের সুযোগ কমে এসেছে আমার জন্য। 

ডেইলি বাংলাদেশ/এমএইচ/এসআই