Alexa যে কারণে ভারতের প্রবৃদ্ধি কমতে পারে

ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১১ ১৪২৬,   ২৯ জমাদিউস সানি ১৪৪১

Akash

যে কারণে ভারতের প্রবৃদ্ধি কমতে পারে

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০১:৪৫ ২১ জানুয়ারি ২০২০  

চলমান অর্থবছরের শেষ তিনমাসে ভারতের আর্থিক প্রবৃদ্ধি আরো কমতে পারে। সোমবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাসে বলা হয়েছে, নতুন অর্থবছর শুরু হওয়ার আগে ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

আইএমএফ-র প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ বলেছেন, ভারতের প্রবৃদ্ধি  ক্রমশ নিম্নমুখী। এর বড় কারণ ব্যাংক বহির্ভূত খাতের ওপর প্রভাব আর গ্রামীণ আয় হ্রাস পাওয়া। তিনি দাবি করেছেন, চীনের প্রবৃদ্ধি ০.২ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য দৃঢ় করায় দেশটি প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে।

গীতা গোপীনাথ বলেন, আর্থিকভাবে পিছিয়ে থাকা রাষ্ট্রগুলোতে প্রবৃদ্ধির হার গতি পেয়েছে। আর্জেন্টিনা, ইরান আর তুরস্ক এই তালিকায় আছে। পাশাপাশি উন্নয়নশীল দেশ হিসেবে ব্রাজিল, ভারত ও মেক্সিকো প্রবৃদ্ধির দৌড়ে পিছিয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএ