Alexa যে কারণে ভারতের জয় চান সরফরাজের মামা!

ঢাকা, রোববার   ২১ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

যে কারণে ভারতের জয় চান সরফরাজের মামা!

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৩:৫৬ ১৬ জুন ২০১৯   আপডেট: ০৬:৩২ ১৬ জুন ২০১৯

চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। রোববার চলতি বিশ্বকাপের এ ম্যাচে ভারতেরই জয় চান পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের মামা।

অদ্ভুত শোনালেও এটিই সত্যি। সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথাই জানিয়েছেন সরফরাজের মামা মেহবুব হাসান। এর কারণ অবশ্য সরফরাজের মামা একজন ভারতীয়।

যিনি শুধু পাক-ভারত ম্যাচেই নয়, পুরো টুর্নামেন্টেই ভারতের সফলতা তথা, শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশা করি পাকিস্তানের বিপক্ষে ভারত জয়যুক্ত হোক। সব ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে আমি শুধু আশা করি ভারতই জিতুক ম্যাচটি।

তবে পাকিস্তানের পরাজয় কামনা করলেও, নিজের ভাগ্নে সরফরাজের ভালো পারফরম্যান্স আশা করছেন মেহবুব হাসান। তার মতে সরফরাজ ভালো খেললেও, ম্যাচ ঠিকই জিতবে ভারত।

পাকিস্তানের বোলারদের ভালো আখ্যা দিয়ে তিনি বলেন, ভারতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই বিশ্বমানের। আমাদের দলই এবারের শিরোপা জিতবে। পাকিস্তানের খেলোয়াড়রা সব পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত না। বোলাররা প্রতিদিন ম্যাচ জেতাবে না তাদের। ব্যাটসম্যানদেরও ভালো খেলতে হবে।

ডেইলি বাংলাদেশ/আরএ