Alexa যে কারণে নিজের ছেলেকে স্টার বানাবেন না অপু

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৬ ১৪২৬,   ২৩ রবিউল আউয়াল ১৪৪১

Akash

যে কারণে নিজের ছেলেকে স্টার বানাবেন না অপু

 প্রকাশিত: ০৮:১৮ ২ জুন ২০১৭  

এরই মধ্যে তারকা বনে গেছেন শাকিব-অপু জুটির আট মাস বয়সী ছেলে আব্রাম খান জয়। মাত্র আট মাস বয়সেই নামের সাথে ‘তারকা’ শব্দটি লেগে যাওয়ায় কিছুটা যেনো ভয়েই আছেন জননী মা অপু বিশ্বাস! সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথাই জানালেন তিনি। শাকিব-অপুর চেয়ে এখন মানুষ বেশী উৎসুক ছেলে আব্রামের খবর নিয়ে। তার একটা ছবি মানে এখন সোশাল সাইটে রীতিমত ভাইরাল হয়। এমন তারকা ছেলেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাইলে চিত্রনায়িকা অপু বিশ্বাস জানান, “আমি চাই না আমার ছেলে সিনেমার স্টার হোক। স্টারদের লাইফটা এতো দূরের হয় তো, মানুষদের থেকে যা আলাদা। আমি আমার ছেলেকে মানুষদের থেকে আর আলাদা করতে চাই না। আমি চাই আমার ছেলে দশের মাঝে থাকুক। স্টার হয়ে না, দশের মাঝে থাকুক। পড়াশোনা শিখে ভালো একজন মানুষ হোক। আর মিডিয়াতে অনেক জানার, অনেক শেখার আছে; হয়তোবা আমার ছেলে এটাকে ক্যারি করতে পারবে না। এটা অনেক ভারি একটা দায়িত্ব। আমি মা হিসেবে এতো ভারি একটা দায়িত্ব আমার ছেলের উপর তুলে দিতে পারবো না।” ১০ এপ্রিল বেসরকারি একটি টিভি লাইভ অনুষ্ঠানে ছেলেকে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। সেখানেই প্রথমবার সবাইকে তিনি জানান, আট বছর আগে গোপনে শাকিব খানের সঙ্গে বিয়ের কথা। আর গেল বছরের ২৭ সেপ্টেম্বর ঢালিউড সুপারস্টার শাকিব খানের সন্তানের মা হওয়ার কথাও জানান তিনি। ডেইলি বাংলাদেশ/এসআই