যে কারণে ধারাবাহিকে অভিনয় ছাড়লেন সেই পাখি
প্রকাশিত: ১৭:৫৯ ১৬ ফেব্রুয়ারি ২০২০ আপডেট: ১৮:২৩ ১৬ ফেব্রুয়ারি ২০২০

মধুমিতা সরকার
‘বোঝেনা সে বোঝেনা’ টেলিভিশন ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী মধুমিতা সরকার। ছোট পর্দা পেরিয়ে ভালোবাসা দিবসে ‘লাভ আজ কাল পরশু’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। তবে ধারাবাহিক নাটকে অভিনয় কেন ছেড়ে দিয়েছেন সেটিও জানিয়েছেন মধুমিতা।
‘পাখি’ খ্যাত মধুমিতা বলেন, আমার যা পরিচিতি সবটাই টেলিভিশন থেকেই। কিন্তু, টেলিভিশন ধারাবাহিকের গল্প ক্রমশ পাল্টাতে থাকে। গল্প বাড়তে বাড়তে সম্পূর্ণ অন্য পথে ঢুকে যায়। চরিত্রগুলো প্রায়ই বাস্তবে থাকে না। ফলে অনেকদিন কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে।
তিনি আরো জানান, এ জন্য ভিন্নধর্মী কাজের প্রত্যাশা করেছিলাম। আমি চাই দিনের শেষে লোকে আমাকে মধুমিতা নামেই চিনুক।
মধুমিতা সরকার জানান, তিনি আরো একটি নতুন ছবিতে কাজ করছেন। ছবির নাম ‘চিনি’। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
তিনি আরো জানান, টালিগঞ্জের ফরমুলা ছবিতে অভিনয় করতে রাজি নন তিনি। এখন তাঁর স্বপ্ন গল্প নির্ভর যে বাংলা ছবি হচ্ছে তাতে কাজ করা।
ডেইলি বাংলাদেশ/এনএ