Alexa যে কারণে জয়ার জন্য খোঁটা শুনতে হয় বন্যাকে!

ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২০,   মাঘ ৫ ১৪২৬,   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

যে কারণে জয়ার জন্য 'খোঁটা' শুনতে হয় বন্যাকে!

 প্রকাশিত: ১১:২৬ ২২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ১১:২৭ ২২ ডিসেম্বর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

জি সিনে অ্যাওয়ার্ড আসরে আঞ্চলিক ভাষার ছবিতে সেরা অভিনেত্রীর সম্মান জিতেছেন জয়া আহসান। এ জন্য জয়াকে অভিনন্দন জানিয়েছেন তার কাছের বন্ধু বন্যা মির্জা।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বন্যা মির্জা জানিয়েছেন গুণী বন্ধুটির জন্য ‘খোঁচাও’ খেতে হয় তাকে। ফেসবুকে বন্যা লিখেছেন:

আমার বন্ধু জয়া আহসান আবার একটা জি সিনে এ্যাওয়ার্ড জিতেছেন, মহা ঝামেলা তাঁকে নিয়ে, একটা শেষ না হতেই আবার আরেকটা এই ভাবে...

ডেইলি বাংলাদেশ/টিএএস