Alexa যে কারণে আবারো এক হচ্ছেন শাকিব-অপু

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

যে কারণে আবারো এক হচ্ছেন শাকিব-অপু

 প্রকাশিত: ১১:০৩ ৭ জুন ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব-অপু। নানা কারনে তাদের আর এক সঙ্গে দেখা না গেলেও সামনে আবারো এক হবেন এই জুটি। তবে কোন জুট ঝামেলায় নয় বরং ‘পাংকু জামাই’ শীর্ষক ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন তারা।

এর আগে, সর্বশেষ তাদের দেখা গেছে ‘রাজনীতি’ শীর্ষক ছবিতে। সেখানে তারা এক সঙ্গে অভিনয় করেছেন। এবার ঈদেও দর্শকদের জন্য আনন্দের খবর, আবারো তাদের অভিনীত ছবি মুক্তি পাবে এই ঈদে!

এদিকে প্রদর্শনের আগে সোমবার ছবিটি সেন্সর ছাড় পত্র পেয়েছে। হয়েছে প্রশংসিতও।

‘পাংকু জামাই’ ছবিটির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে। ওই সময় টানা কাজ করে ছবির বেশিরভাগ অংশ শেষ করা হয়। এরপর হঠাৎ অপু বিশ্বাস পর্দার অন্তরালে চলে যাওয়ায় থেমে থেমে চলে ছবির কাজ।

এদিকে, শাকিবও ব্যস্ত ছিলেন অন্য ছবির শুটিংয়ে। অন্যদিকে, প্রায় আট মাস নিখোঁজ থাকার পর আড়াল ভেঙে গেলো বছর আবারো ফিরে আসলেন অপু। গত ৭ অক্টোবর থেকে ফের ছবির শুটিং করেন তিনি।

এফডিসি ও পূবাইলে এর তিনদিন শুটিং করে অপু তার অংশের কাজ শেষ করেন।

রোমান্টিক কমেডি গল্পের এই ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পুষ্পিতা পপি, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে।

ডেইলি বাংলাদেশ/জেডআই

Best Electronics
Best Electronics