Alexa যেভাবে ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১২ ১৪২৬,   ০১ রজব ১৪৪১

Akash

এসএ গেমস

যেভাবে ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:২৩ ৫ ডিসেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

এসএ গেমস ফুটবলে স্বর্ণজয়ের প্রত্যাশা নিয়েই গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। তবে প্রথম দুই ম্যাচের হতাশাজনক পারফরম্যান্সে টেবিলের তলানীতে জেমি ডে’র শিষ্যরা। অবশ্য এখনো ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। চলুন দেখে নেয়া যাক, যেভাবে ফাইনালে উঠতে পারে বাংলাদেশ- 

সাউথ এশিয়ান গেমস ফুটবলে দুই ম্যাচ খেলে একটিতে ড্র ও একটিতে হেরেছে বাংলাদেশ। ফাইনালে যেতে হলে এখন শ্রীলংকা ও নেপালের বিপক্ষে জিততেই হবে জামাল ভূঁইয়াদের। বাকিটা নির্ভর করতে হবে ভাগ্যের ওপর।

পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা নেপালের পয়েন্ট ৪। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ভুটানের ম্যাচ বাকি শ্রীলংকা ও মালদ্বীপের বিরুদ্ধে। তারা দুই ম্যাচ জিতলে ৯ পয়েন্ট নিয়ে উঠে যাবে ফাইনালে। তখন বাংলাদেশ ও নেপালের মধ্যে গোল গড় কিংবা হেড টু হেডে এগিয়ে থাকা দলটি প্রতিপক্ষ হবে ভুটানের।

এদিকে ভুটান ও বাংলাদেশকে হারাতে পারলে শ্রীলংকাও পেয়ে যাবে ফাইনালের টিকিট। শ্রীলংকার সঙ্গে আজ বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচে জয়ের বিকল্প নেই লাল সবুজের প্রতিনিধিদের। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

ডেইলি বাংলাদেশ/এএল