Alexa যুক্তরাষ্ট্রে স্কুলের নিচে ১৪৫ কৃষ্ণাঙ্গের মরদেহ

ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৮ ১৪২৬,   ১৫ রবিউস সানি ১৪৪১

যুক্তরাষ্ট্রে স্কুলের নিচে ১৪৫ কৃষ্ণাঙ্গের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:২৯ ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ২২:৪৪ ২১ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি হাইস্কুলের নিচে ১৪৫ কবরের সন্ধান পাওয়া গেছে। ফ্লোরিডার উপকূলীয় শহর টাম্পাতে এই ঘটনা ঘটেছে।

বিবিসি জানায়, ভূপৃষ্ঠে অনুসন্ধানকারী রাডারের মাধ্যমে একটি হাইস্কুলের নিচে মরদেহগুলোর সন্ধান পাওয়া যায়।

জায়গাটি ২০ শতকের মাঝামাঝি সময়ের নিম্নবিত্তদের কবরস্থান রিজউড সিমেট্রির অংশ বলে জানা গেছে। 

কর্তৃপক্ষ জানায়, জায়গাটিতে ২৫০ জনকে কবর দেয়া হয়েছিল। যার অধিকাংশই ছিল আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ৩-৫ ফুটের কফিনে করে মরদেহগুলো কবর দেয়া হয়। এর মধ্যে রয়েছে ৭৭টি শিশুও।

জানা যায়, ১৯৪২ সালে রিজউড সিমেট্রি চালু করে শহর কর্তৃপক্ষ। ১৯৫৭ সালে একটি প্রাইভেট কোম্পানি এই জায়গাটি কিনে নেয়।

এর দুই বছর পরেই জেলা স্কুল কর্তৃপক্ষের অধীনে চলে যায় এটি। ১৯৬০ সালে সেখানে গড়ে উঠে কিং হাই স্কুল।

ডেইলি বাংলাদেশ/এমএইচ