Alexa যুক্তরাষ্ট্রে পরমাণু হামলার দ্বারপ্রান্তে উত্তর কোরিয়া

ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৩ ১৪২৬,   ১৮ মুহররম ১৪৪১

Akash

যুক্তরাষ্ট্রে পরমাণু হামলার দ্বারপ্রান্তে উত্তর কোরিয়া

 প্রকাশিত: ১১:১৫ ২১ অক্টোবর ২০১৭  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান সতর্ক করেছেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে পরমাণু হামলার দ্বারপ্রান্তে। দেশটি পরমাণু অস্ত্রের অধিকারী হচ্ছে। তাই এখন মূল বিষয় দেশটিকে কিভাবে চূড়ান্ত অবস্থা থেকে ফেরানো যায়।

এরপর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রের অধিকারী দেশ হিসেবে মানতে চান না। খবর সিএনএন ও বিবিসি’র

সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান মাইক পম্পিও বৃহস্পতিবার ওয়াশিংটনে রক্ষণশীল থিংক ট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস এর এক অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, অবরোধ আরোপ করে দেশটিকে ফেরানোর চেষ্টা হচ্ছে।

তবে বিকল্প হিসেবে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টিও রয়েছে। মাইক পম্পিও সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র এত দ্রুত সক্ষমতা অর্জন করছে যে কখন এটি সফল হামলা চালাবে তা ধরা মার্কিন গোয়েন্দা সংস্থার জন্য কঠিন হবে।

গোয়েন্দা প্রধান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব সমপ্রদায়কে নিয়ে চেষ্টা করছেন উত্তর কোরিয়া যাতে পরমাণু অস্ত্রের অধিকারী না হতে পারে।

ডেইলি বাংলাদেশ/এসআই