Alexa যুক্তরাজ্যে গেলেন বিমানবাহিনী প্রধান

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

যুক্তরাজ্যে গেলেন বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৩০ ১৬ জুলাই ২০১৯   আপডেট: ১৬:৩২ ১৬ জুলাই ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাজ্য সফরে গেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। রাজকীয় যুক্তরাজ্য বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল স্যার স্টিফেন হিলিয়ারের আমন্ত্রণে সস্ত্রীক যুক্তরাজ্যে গেলেন তিনি।

মঙ্গলবার তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিমানবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে আরো এক জন রয়েছেন।

এ সফরে বিমানবাহিনী প্রধান যুক্তরাজ্যে অনুষ্ঠিত ২ দিনব্যাপী দ্য চিফ অব দ্য এয়ার স্টাফ’স এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্স এ অংশ গ্রহণ করবেন। 

এ বছর কনফারেন্সের বিষয়বস্তু হচ্ছে-মাল্টি-ডোমেইন অপারেশনস ফর দ্য নেকস্ট জেনারেশন এয়ার ফোর্স। এই কনফারেন্স থেকে অর্জিত অভিজ্ঞতা ফোর্সেস গোল ২০৩০ অর্জনকে তরান্বিত করবে। 

এছাড়া, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান যুক্তরাজ্যের মার্শাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপ এর প্রেসিডেন্ট স্যার মাইকেল মার্শাল ও সিইও এ্যালিস্টার ম্যাকফি’র সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিমানবাহিনী প্রধানের এই সফরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। 

যুক্তরাজ্য সফর শেষে তিনি আগামী ২০ জুলাই দেশে ফিরবেন।  

ডেইলি বাংলাদেশ/এসবি/এসআই
 

Best Electronics
Best Electronics