Alexa যাত্রীর জুতায় মিলল ২০ হাজার ডলার

ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

যাত্রীর জুতায় মিলল ২০ হাজার ডলার

বেনাপোল (যশোর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৫৫ ৪ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোলে বিশ হাজার ডলার ও দুই হাজার ২৪০ রুপিসহ এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সোমবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্টে সাউথ লাইনের একটি বাস থেকে তাকে আটক করা হয়। আটক নারায়ণ ঢালি মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার বড়ই হাজি গ্রামের বিজয় ঢালির ছেলে।

যশোর ৪৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইনের একটি বাসে তল্লাশি চালিয়ে নারায়ণকে আটক করা হয়। পরে তার জুতার ভেতর লুকানো বিশ হাজার ডলার ও দুই হাজার ২৪০ রুপি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর